
তরিকুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
আট ফাল্গুন ঊনিশশত বায়ান্ন সাল।
বাঙ্গালীর জীবনে রক্তক্ষয়ী ইতিহাস।
রাষ্ট্রভাষার দাবীতে রাজপথ উত্তাল।
শ্লোগানে মুখরিত ছিল আকাশ বাতাশ।
দাবী ছিল সবার মুখে শ্লোগান একটাই।
রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই।
জারি ছিল ১৪৪ ধারা বাংলা জুড়ে।
দামাল ছেলে পড়ল নেমে রাজপথে।
পিচঢালা পথ রঙ্গীন হলো রক্তশ্রোতে।
পালায়নিতো কভু তারা পিছন ফিরে।
প্লাকার্ড হাতে দীপ্ত কন্ঠে তোলে শ্লোগান।
রাষ্ট্রভাষা বাংলা হবে একটাই ফরমান।
মিছিলে মিছিল তোলে রাজপথ কাঁপে।
মানে নাকো কোনো বাঁধা চলে সামনে।
ভয় নেই কভু কারো হৃদয়ের কোণে।
পুড়ে গেছে সব ভয় ভাষার উত্তাপে।
গগন বিদারী চিৎকার করে শত ভাই।
মায়ের ভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই ।
সে দিন বুলেটের সামনে দীপ্ত সাহসে।
সালাম বরকত আর তেজস্বী শফিক।
অকাতরে জীবন দিল জব্বার রফিক।
মায়ের ভাষার তরে অমায়িক হেসে।
চাওয়া পাওয়া ছিল তাদের একটাই।
আর নয় পরভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই।
অবশেষে হার মানলো শত্রু সেনার দল।
যত ছিল পাষান হৃদয় আর হিংসে খুনে।
রাষ্ট্রভাষার যৌক্তিক দাবি নিলো মেনে।
দেশ জুড়ে নামলো বিজয় আনন্দ ঢল।
এ বিজয়ের ঢেউ গেল সবার ঘরে ঘরে।
মায়ের ভাষা মায়ের কোলে এলো ফিরে
তাই তো আজি স্বাধীন ভাষায় কথা বলি।
মায়ের ভাষায় মুক্ত মনে কাব্য লেখি।
নিত্য নতুন মন রাঙ্গানোর সপ্ন দেখি।
দিনের শেষে মনের সকল দুঃখ ভুলি।
যাদের ত্যাগে ভাষা পেলাম আমরা সবে।
তাদের যেন না ভুলে যাই মায়ার ভবে।
তরিকুল ইসলাম, সিনিয়র স্টাফ অংশগ্রহণার