——————————————–
বি. এম. আশিক হাসান
বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হলেন মোঃ আবুল কালাম আজাদ। তিনি গাজীপুরস্থ টঙ্গী থানাধীন মুদাফা গ্রামের মোঃ তালেব আলী ফকির ও সালমা বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র ।

মোঃ আবুল কালাম আজাদ বিগত ২০০৬ সালে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় হতে এস এস সি, ২০০৮ সালে উত্তরা টাউন কলেজ হতে এইচএসসি পাশ করেন এবং ২০১২ সালে এলএলবি (অনার্স), ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এলএলএম (মাষ্টার্স) পাশ করেন এবং বিগত ২০১৪ সালের ১৮ই অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়ে গাজীপুর জজকোর্টে যোগদান করেন এবং দক্ষতার সাথে আইন পেশায় নিজের মূল সেয়ানা দেখিয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের অধিকার এবং ন্যায়-বিচার নিশ্চিত করার জন্য আইনি সহায়তা প্রদান করে চলেছেন। যার ধারাবাহিকতায় বিগত ২০২২ সালের শেষের দিকে সরকারি লিগ্যাল এইড, গাজীপুর শাখার প্যাণেল আইনজীবী হিসেবে নিয়োগ লাভ করেন এবং গরীব অসহায় বিচার প্রার্থীদের বিনা খরচায় আইনী সেবায় নিযুক্ত আছেন।
তিনি এবছর ৪ঠা মার্চ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের হাইকোর্ট ডিভিশন পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেন এবং কৃত্বিতের সাথে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিগত ১৯ই আগষ্ট ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের হাইকোর্ট ডিভিশনে আইনি পেশা পরিচালনা করার জন্য তালিকাভুক্ত হোন।
পারিবারিক জীবনে পিতা-মাতা, এক ভাই, তিন বোন ও স্ব-স্ত্রী মিথিলা আক্তার ও একপুত্র সন্তানের জনক মোঃ আবুল কালাম আজাদ। তিনি সবার কাছে দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: