
মোঃ নাজমুল হুদা, লামাঃ
আজ শুক্রবার, ৮ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের বিএনপি নেতা, মো: মিজান, প্রকাশ টিন মিজান পিতা মৃত আব্দুল গণি মেম্বার এর বিরুদ্ধে বমবিলছড়ির ৬নং ওয়ার্ড ফকির ঝিরি এলাকায় অবস্থিত, লামা বন বিভাগের আওতাধীন সামাজিক বনায়নের দখলদার উপকারভোগী মো: শাহ আলম পিতা মো: বদি আলম এর প্লটের মাটি কেটে ও ফলদ গাছ কেটে সন্ত্রাসী কায়দায়, জায়গা জবর দখলের অপচেষ্টার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী অসহায় মোঃ শাহ আলম ও তার স্ত্রী জানান, “আমাদের সামাজিক বনায়ন এর পাশে মিজানের কোন জায়গা নেই। সে আজ নদীর ঐ পার থেকে এসে, দলবল নিয়ে দেশীয় অস্ত্র দা,কুড়াল,কোদাল,শাবল, লাটি সোটা ইত্যাদী দিয়ে আমাদের বাগানের আগর গাছ, কলাগাছ ,লিছু গাছ সহ বিভিন্ন গাছ কেটে ফেলে ও ধ্বংস করে। পাশাপাশি মাটি কেটে জমি সৃজনের চেষ্টা করে এবং বাধা দিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা চাই।
এর আগেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অন্য ব্যক্তি/ সরকারী পাহাড় কেটে জমি তৈরী সহ বনভূমি দখল করার অভিযোগ রয়েছে । উক্ত বিএনপি নেতা মিজানের এধরনের অবৈধ কাজের প্রতিবাদ করায় সে প্রতিনিয়ত সাধারন মানুষকে হুমকি ধমকি দিচ্ছে বলেও স্থানীয়র জানিয়েছেন।
এ ব্যাপারে বমু বন বিট কর্মকর্তা, অঞ্জন বিশ্বাস বলেন, “অভিযুক্ত মিজানকে ইতিমধ্যে এধরণের অপরাধজনক কর্মকান্ড থেকে বিরত থাকতে মৌখিক ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমানে প্রাপ্ত অভিযোগটি সরেজমিনে তদন্ত পূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”