চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত জনগণের মাঝে বিশিষ্ট সমাজ সেবক জনাব নেছার আহমদ এর সহযোগিতায় তারেক আজিজ চৌধুরীর সার্বিক তত্বাবধানে মানবিক উপহার নগন অর্থ বিতরণ করেছে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম।

বুধবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ১ম দফা কর্মসূচি সম্পন্ন হয়।

ত্রাণ বিতরণকালে সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাফর আলম চৌধুরী,মোসলেম উদ্দিন,ইফতিয়ান,সাজলি,শাকিল সহ প্রমুখ।

প্রতিনিধি জাফর আলম চৌধুরী বলেন বন্যার পানিতে বাড়িঘর ও জমির ফসল ডুবে যাওয়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। অব্যাহতভাবে পানি বৃদ্ধির ফলে হাঁস-মুরগি ও গবাদিপশু নিয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বন্যাকবলিত অঞ্চলে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির সঙ্কট তীব্র আকার ধারণ করেছে।

বিশিষ্ট সমাজ সেবক জনাব নেছার আহমেদ বলেন ভয়াবহ বন্যার এই দুর্যোগে মানবিক সংগঠন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী সার্বিক তত্বাবধানে সাধ্যানুযায়ী মানবিক সহায়তা নিয়ে বানভাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। যেকোনো দুর্যোগে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম জনগণের পাশে থাকে।

অসহায় মানুষের সেবা করার কথা উল্লেখ করে তারেক আজিজ চৌধুরী বলেন,বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে গেছেন। আমরা সেই পথ ধরে অসহায় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: