
মো: সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি:
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান তার ফেজবুক পেজে এক স্ট্যাটাস এ বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (UNO) হিসেবে নাগরপুর উপজেলায় দীর্ঘ ১৯ মাস দায়িত্ব পালন শেষে, বদলীজনিত কারণে আগামী সোমবার ১৮.০৯.২০২৩ খ্রি. তারিখ নাগরপুরে আমার শেষ কর্মদিবস।
তবে মনে হচ্ছে এই তো সেদিন যোগদান করেছি! এই সময়ে নাগরপুরের প্রতি কেমন যেন একটা মায়া জমে গিয়েছে!!!
কর্মকালীন এই সময়ে প্রত্যাশিত জনসেবা নিশ্চিত করার জন্য কাজ করেছি নিজের সর্বোচ্চটুকু দিয়ে । কতটুকু সফল হয়েছি জানা নেই তবে আন্তরিকতা,মেধা ও পরিশ্রম দিয়ে মানুষের কল্যাণে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করার সর্বোচ্চ প্রচেষ্টা ছিল সবসময়। যদিও উপজেলার সর্বস্তরের মানুষের উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রত্যাশা অনেক। যা অনেকক্ষেত্রেই আমার এখতিয়ার বহির্ভূত। চেষ্টা করেছি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে, চেষ্টা করেছি শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নাগরপুর উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন,শিশু পার্ক নির্মাণ,উপেন্দ্র সরোবর পরিস্কারকরণ, উপজেলা পরিষদের নতুন গেইট নির্মাণ, আনসার ব্যারাক নির্মাণ, প্রাথমিক শিক্ষার উন্নয়ন,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ যাদুঘর সংস্কার ইত্যাদি।
কর্মকালীন এই সময়ে পেয়েছি সকল সহকর্মীসহ মাননীয় সংসদ সদস্য জনাব আহসানুল ইসলাম টিটু মহোদয়, শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার,সকল জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজ এবং উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফুর্ত ভালবাসা ও আন্তরিক সহযোগিতা।
আগামী দিনগুলোতে সকলের কাছ থেকে এভাবেই আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাব এই প্রত্যাশা করি।পরবর্তী কর্মস্থল উপজেলা নির্বাহী অফিসার কটিয়াদি ,কিশোরগঞ্জ
এবং পরিশেষে তিনি বলেন,
ভালো থেকো নাগরপুর,
মিস করবো সকল মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা। সকলের দোয়া প্রার্থী যেন পরবর্তী কর্মস্থলেও নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।