
মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি ঃ
খুলনা’র বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী দক্ষিণ পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তূতি মূলক সভা জলমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বিধান রায়’র সভাপতিত্বে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় মল্লিকের মোড় সংলগ্ন মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় । বটিয়াঘাটা উপজেলা সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার’র সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, আ’লীগ নেতা রাজ কুমার রায়, এ্যাডভোকেট রমেশ চন্দ্র মল্লিক, আ’লীগ নেতা গোবিন্দ মল্লিক,ধর্মপ্রাণ ব্যক্তিত্ব রনজিৎ কুমার মল্লিক, গৌর পদ মল্লিক,বিপ্লব মল্লিক,ক্ষবিধান হালদার, নির্মল মল্লিক,পরিমল মল্লিক,সুবীর মল্লিক, বিজয় টিকাদার,শিক্ষক বিজন কুমার মল্লিক, শিক্ষক দেবাশীষ হালদার, ডাঃ বিমল রায়,শিক্ষক দেবাশীষ বিশ্বাস,প্রশান্ত কুমার রায়, এ্যাডভোকেট অনিল কুমার মালী,প্রদীপ কুমার টিকাদার, কুমারেশ গাইন, সৌমেন রায়, অজিত সরকার, সুশীল মল্লিক,, হিরন্ময় রায়,ভগীরথ হালদার, ফাল্গুনী গোলদার,প্রদীপ কুমার টিকাদার, সুমন রায়, দেবেন রায়, রথীন মল্লিক প্রমূখ ।