
আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জর তাহিরপুর উপজলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট বঙ্গন্ধু সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক কমিটির অনুমাদন দিয়েছে বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদর কদ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভি চধুরী।
বঙ্গবন্ধু গবষণা মুক্তিযুদ্ধর ইতিহাস বিকৃতি রোধ দেশজ সাংস্কৃতিক চর্চা ধারণের লক্ষ্যে ২৫ অক্টাবর বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কদ্রীয় কমিটির সভাপতির অনুমতি ক্রমে সাধারণ সম্পাদক অভি চধুরীর স্বাক্ষরিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ এর নিজস্ব পেডে আলমগীর খাকনক আহবায়ক ও গণশ তালুকদারক সদস্য সচিব কর ২৫ সদস্য বিশিষ্ট তাহিরপুর উপজলা শাখা আহবায়ক কমিটির অনুমাদন দন। সূত্রঃ ২৬/২০২৩, সূত্র- ৪০৩/ক/ ১০০।
কমিটির অন্য সদস্যরা হলন, মাঃ আশরাফুল ইসলাম আকাশ,আবুল কালাম আজাদ, যীশু কষ্ণ তালুকদার, চদন মাহন দাস,সমীর রায় চধুরী, সুখশ বর্মন, পিংকী ভাষা, মাসুদ মিয়া, রপসা,আনায়ারুল আনু, আক্তারুজ্জামান, তাপস চধুরী, সানজর উত্তার,জয়চিন্তা রাকশাম, তিবতা হাজং, হিতাংশু রায় চধুরী, আমিনুল হক, আইরিন বগম, রুবল, জন দব দাশ,অরুণা পাল, নমিতা রাণী তালুকদার, শুভ তালুকদার।
উল্লখিত আহ্বায়ক কমিটি আগামী ২৫ জানুয়ারী ২০২৩ পর্যন্ত দায়িত্ব পালন কবে। এ সময় জাতীয় অনুষ্টান সমূহর আয়াজন করতে হবে। নির্দিষ্ট সময়র পূর্বেই একটি ৩১ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ।