
জিয়াউল ইসলাম জিয়া,স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম সাতকানিয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে নিজ অর্থায়নে ১৭ নং সোনাকানিয়া ইউনিয়ন সৌদি প্রবাসী মির্জাখীলের কৃতি সন্তান মেহের আলী “
যে কোন দুর্যোগ মোকাবিলা বন্যায় কবলিত ঘরবাড়ি ক্ষতিগস্ত অসহায় মানুষদের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করেছেন।
মেহের আলী বলেন।
বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাস হচ্ছে আগে সাধারণ মানুষের বিপদে ঝাপিয়ে পড়া।
বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে দাপে দাপে নিজ অর্থায়নে টিন ও নগদ টাকা প্রদান করি। যাতে আমাকে দেখে বিত্তবানরা এগিয়ে আসেন।
এলাকাবাসী বলেন,
যে কোন দুর্যোগ মোকাবিলা বন্যায় কবলিত ক্ষতিগস্ত মানুষের পাশে সর্বদাই সহযোগিতা করেছেন।
আমরা সবাই মেহের আলীর জন্য দোয়া করি যাতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকে।
তৃতীয় ধাপে আবারও বন্যাকবলিত মানুষের মাঝে সোনাকানিয়াতে উপহার সামগ্রী ভিতরন করে, প্রায় ২২ পরিবার কে ৯০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করে।সবাই দোয়া করবেন। এই সহযোগিতা চলমান থাকবে ইনশাআল্লাহ
উপহার সামগ্রী মানুষের বাড়ীতে পৌছেঁ দিতে-সহযোগিতা করেন আজিজ,মুবিন,হাফিজুল,মিন্টু,
রিফাত,দেলোয়ার,