
খালেদ হাসানঃ বগুড়া মাদক বিরোধী অভিযানে ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সাহেদুল ইসলাম (৫০) কে গ্রেফতার করে বগুড়া ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তি তে ২৮ অক্টোবর ২০২২ ইং তারিখে বিকাল ৩:২০ মিনিটে সোনাতলা থানাধীন পশ্চিম তেকানী এলাকার মোঃ ওসমান গনি এর বসত বাড়ীর পিছনে তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওবদাবাধ যাওয়ার কাঁচা রাস্তার উপর হতে ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সাহেদুল ইসলাম (৫০) বগুড়া জেলার সোনাতলা থানার পশ্চিম তেকানি এলাকার মোঃ হাইফুজ জামান ব্যাপারীর ছেলে।
বগুড়া ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।