
বগুড়া জেলা অনলাইন প্রেস ক্লাব এর পক্ষ থেকে বগুড়া সদর থানা পুলিশ পরিদর্শক তদন্ত জাহিদুল হক বদলীজনিত বিদায়ী সম্মাননা স্মারক দিয়েছেন জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়ায় জেলার সভাপতি মাকসুদ আলম হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী রহমান, দপ্তর সম্পাদক রেজাউল করিম রাজিব, উপদেষ্টা এডভোকেট নাহিদ পারভেজ জনি,শাহিন,রবি,ইয়াছিন পূমখ।