
◼️খালেদ হাসানঃ
বগুড়া জেলার সদর উপজেলায় গোকুল বাজারে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৯.০৩ কেজি গাঁজা-সহ ০২ যুবক কে গ্রেফতার করেছে র্যাব-১২।
১০ অক্টোবর ২০২২ ইং তারিখে সোমবার ১২:৪৫ মিনিটের দিকে বগুড়া জেলার সদর উপজেলার গোকুল বাজারে রংপুর টু বগুড়া হাইওয়ের পাশে আঃ রউফ এর ওয়েল্ডিং ওয়ার্কশপ এর সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কুড়িগ্রাম হতে ঢাকাগামী বাস থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুইজন হলেন, ২৪ বছর বয়সী কুড়িগ্রাম জেলার ধরলা ব্রীজ ইস্তামার মাঠ এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলাম অপরজন একই জেলার ২২ বছর বয়সী রাজারহাট উপজেলার মৌলভীপাড়া এলাকার মোঃ নুরুজ্জামান ইসলামের ছেলে মোঃ খায়রুল ইসলাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে।
র্যাব-১২ বগুড়ার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার মোঃ তহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য বহনকারী কুড়িগ্রাম হতে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকবিরোধী মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।