
আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বগুড়া দলীয় কার্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং জিসাসের সাংগঠনিক পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা এবং কেক কর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।
সভাপতি জনাব মোস্তফা আবু সালেকের সভাপতিিত্বে, সাধারণ সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের সঞ্চালনায়, উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক, বগুড়া পৌরসভার মেয়র জনাব রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম পিপি, যুগ্ম আহবায়ক, ফজলুল বারী তালুকদার বেলাল এবং যুগ্ন আহবায়ক কাহালু-নন্দীগ্রাম সংসদীয় আসনের সংসদ সদস্য জনাব মোশারফ হোসেন এমপি।।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক, সৈয়দ ফজলে রাব্বি ডলার, সহ-সভাপতি আহাদ আলী ভোলো, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন রকি মোঃ মিলন হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল মিঠু কার্যনির্বাহী অন্যতম সদস্য আলমগীর হোসেন।
কাহালু উপজেলা কমিটির সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আতাউর রহমান, আব্দুল মমিন, সাধারণ সম্পাদক বাবলু সাকিদার, সাংগঠনিক সম্পাদক মুন্না হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব, আনিসুর রহমান, গাবতলী উপজেলা কমিটির সভাপতি আল আমিন, সহ-সভাপতি আইনুল হক, হানিফ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সারিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি মোস্তফা মামুন সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান সহ-সভাপতি হাবিল উদ্দিন সাধারণ সম্পাদক শফি মাহমুদ সাংগঠনিক সম্পাদক দিপু ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিপুন মন্ডল বাবলু নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি তানসেন আলী মন্টু, সাধারণ সম্পাদক ইমদাদুল হক প্রমুখ।।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ মাহমুদ।।