পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক সবুজের (২৭) লাশ উদ্ধার।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেন অবশেষে জিরপয়েন্ট থেকে সবুজের লাশ উদ্ধার করেন ডুবুরি দল ওফায়ার সার্ভিসের কর্মীরা।

সবুজ আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইটেল কোম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুড়া থেকে সোমবার (২২ আগস্ট) সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সি-ভিউতে ওঠেন। দুপুর দুইটার দিকে তাদের মধ্যে চার সহকর্মী সবুজ, খাইরুল, আসিফ ও অলীদ সৈকতে গোসলে নামেন। এসময় ঢেউয়ের স্রোতে তারা চার জনই সাগরের মধ্যে ভেসে চলে যায়। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা তিন জনকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হন সাঁতার না জানা সুবজ।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধার করা হয়েছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, এর আগে গত রোববার দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামের আরও একজন পর্যটক নিখোঁজ হয়। পরে ওইদিন বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Don`t copy text!
%d bloggers like this: