নুরনবী রহমান স্টাফ রিপোর্টার:

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বিসিবির লোকবল প্রত্যাহারসহ ভেন্যু বাতিল করার প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশনে থাকা যুবক হুমায়ুন আহমেদ রুমেল তার কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।

বুধবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে দীর্ঘ প্রায় ৮০ ঘন্টা পর শহরের মুজিবমঞ্চে তিনি তার অনশন জুস খাওয়ার মাধ্যমে ভাঙেন।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শামীম কামাল ১৮ মার্চের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এমন আশ্বাসের কথা জানিয়ে রুমেলকে পানি ও জুস পান করিয়ে অনশন ভাঙ্গান। এসময় বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, যুবলীগ নেতা জহুরুল ইসলাম মানিক, রোকনুজ্জামান রাজন, লিটন রহমান ও ছাত্রনেতা মুকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আমরণ অনশনরত যুবক মোঃ রুমেল বলেন, জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসে ১৮ মার্চ পর্যন্ত আমি আমার অনশন স্থগিত ঘোষণা করলাম। যদি ১৮ তারিখের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না আসে তাহলে আমি আবারও ১৮ মার্চ থেকে অনশন শুরু করবো। বগুড়ায় কাজ না হলে আমি ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে আমরণ অনশন শুরু করবো।

এ বিষয়ে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শামীম কামাল বলেন, জেলা ক্রীড়া সংস্থার সাথে বিসিবির ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি ১৮ মার্চের মধ্যে বিসিবি তাদের ইতিবাচক সিদ্ধান্ত জানাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!