নুরনবী রহমান স্টাফ রিপোর্টার

——————————————–

বগুড়া সোনাতলা থানার চাঞ্চল্যকর হাছেন আলী আকন্দ হত্যা মামলা তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ হোসেন আলী শেখ(৪২), ২। মোঃ শাহেদ আলী শেখ(৪০), উভয়ের পিতা মৃত আব্দুল শেখ,সাং- শিমুল তাইড়,থানা সারিয়াকান্দি,জেলা- বগুড়া, সাং- মেঘাগাছা,থানা ও জেলা- বগুড়াদ্বয়কে গ্রেফতার করছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বগুড়া। পুলিশ পরিদর্শক মোঃ জাহিদ হোসেন,উপ- পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম ও সঙ্গীও অফিসার ও ফোর্স সহ অদ্য ২৪/১০/২০২২ রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন মেঘাগাছা আসামীদ্বয়ের নতুন তৈরীকৃত বাড়ী হতে গ্রেফতার করে।গত ৩১/১০/২০২১খ্রীঃ তারিখ ভিকটিম হাছেন আলী আকন্দ সারা দিন মাঠে কাজ শেষে বাড়ীতে আসে এবং হাত মুখ ধৌত করে খাবার শেষে সন্ধ্যা ৬.০০ ঘটিকায় প্রতি দিনের ন্যায় চা পান করার জন্য বাড়ী হতে বাহির হয়। ০১/১১/২০২১খ্রীঃ তারিখ সকাল অনুঃ ৬.৩০ সোনাতলা থানাধীন সরুলিয়া গ্রামস্থ জনৈক মোঃ মনসুর মন্ডল এর ক্ষেতের আইলে গামর গাছের ডালের সাথে ভিকটিম হাসেন আলী আকন্দ এর ঝুলন্ত লাশ গ্রামবাসী দেখতে পেয়ে বলাবলি করে। ভিকটিম হাছেন আলী আকন্দ বগুড়া সোনাতলা থানাধীন মৃত আব্দুল জলিল ওরফে ফইম উদ্দিনের ছেলে। ভিকটিমের স্ত্রী মোছাঃ আঙ্গুর বেগম বাদী হয়ে সোনাতলা থানায় অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলাটি সোনাতলা থানার এসআই মোঃ আমিনুল ইসলাম তদন্ত কাজ শুরু করেন। থানা পুলিশ তদন্তকালীন সিআইডি ২১/১২/২০২১ খ্রীঃ মামলাটি অধিগ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুলিশ পরিদর্শক মোঃ জাহিদ হোসেনকে নিযুক্ত করেন।সিআইডি বগুড়ার একটি চৌকস টিম আসামীদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!