বগুড়ার মহাস্থানে ট্রাকের চাপায়
মোটর সাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি বগুড়া, ইঞ্জিনিয়ার সাব্বির হাসান
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে সড়ক দূর্ঘটনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজন মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত।

জানা জাজানায়, রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মহাসড়কের হাতিবান্ধা নামক স্থানে মহাস্থান থেকে মোকামতলা গামী একটি মোটর সাইকেল চালককে রংপুরগামী একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের আঃ সামাদের পুত্র নজরুল ইসলাম (৩২) এর মৃত্যু হয়। সংবাদ পেয়ে শিবগঞ্জ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, নিহত নজরুল ইসলাম একজন ট্রাক ব্যবসায়ী, সে মহাস্থানে এসে তার ট্রাকের ড্রাইভারদের কাছে থেকে ভাড়ার টাকা বুঝে নিয়ে বাড়ী যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। তার মৃত্যুর সংবাদ বাড়ীতে পৌছিলে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: