
আলাউদ্দীন আহমেদ স্টাফ রিপোর্টারঃ
মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা তাড়াশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ( উপসচিব) স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোছাঃ লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট যথাক্রমে মোঃ মাসুম বিল্লাহ,আফিফান নজমু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। কর্মশালায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গণ, সরকারী দপ্তরের দপ্তর প্রধান, সাংবাদিক, শিক্ষক,সুধীজন।