
মোহাম্মদ নোমান (রামু)কক্সবাজার প্রতিনিধি।
প্রধানমন্ত্রীর জন্মদিনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের পক্ষ থেকে চারা বিতরণ করছে ছাত্রলীগনেতা হুমায়ুন বিন কাসেম হিরো।
বিশ্ব শান্তির অগ্রদূত,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব এস এম সাদ্দাম হোসাইনের পক্ষ থেকে চাকমারকুল,শ্রীমুরা নয়াপাড়া হাফিজুল কোরআন মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন চাকমারকুল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক এম ইউ পি আবু বক্কর সিদ্দিক, যুবলীগ নেতা হামিদ ও চাকমারকুল ইউনিয়ন ছাত্রলীগ নেতা মতিউর রহমান সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা হুমায়ুন বিন কাসেম হিরো বলেন
ডিজিটাল বাংলাদেশের রুপকার বিশ্ব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা এর জন্মদিন উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগ যে কর্মসূচি নিয়েছেন তার ক্ষুদ্র অংশ হিসেবে কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব এস এম সাদ্দাম হোসাইন ভাইয়ের নির্দেশনায় চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা, নয়াপাড়া হাফিজ কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দিয়েছি।কেননা আমাদের অভিভাবক দেশ রত্ন শেখ হাসিনা একটি উন্নয়নশীল,সবুজ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে যে পদক্ষেপ নিয়েছেন তা সফল করার জন্যে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম।তিনি আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ছাত্রলীগকে সকল মানবিক কাজে অংশ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
“একটি জাতি হিসাবে থাকতে, একটি রাষ্ট্র হিসাবে সমৃদ্ধি হতে, একটি মানুষ হিসাবে বেঁচে থাকতে, আমাদের কাছে অবশ্যই গাছ থাকতে হবে।”
তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষ রোপনের প্রতি গুরুত্ব দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।