নিউজ ডেক্সঃ

তাড়াশে নবগঠিত পৌরসভার মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বর্তমান তাড়াশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ । আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাঁপ। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নৌকার প্রচারণা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াশ উপজেলা আওয়ামীলীগের কাছে আইকন বলে পরিচিত এবং সর্বদা অসহায় দরিদ্রদের পাশে থাকা মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ ব্যাপক গণসংযোগ করছেন। দিন রাত সমান তালে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। মেয়র পদ প্রত্যাশী হিসেবে তিনি জনগণের ভালোবাসা পাচ্ছেন অনেক। প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনসংযোগ করছেন। ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি চাচ্ছেন দোয়া ও ভালোবাসা। অনেকে বুকে জড়িয়ে ধরে করছেন আদর, কেউবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দোয়া ও ভালোবাসা।

দলীয় মনোনয়নের ব্যাপারে মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্তই নিবেন। যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবেন। তিনি বলেন, করোনাকালীন সময় থেকে আমি নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে কর্মহীন হয়ে পড়া প্রায় হাজার হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছি। এছাড়া বিভিন্ন সময়ে আমার সাধ্যমত সহযোগিতা করে থাকি। আমি সব সময় দরিদ্র কৃষকের পাশে থেকেছি। অসহায় দরিদ্র জনগণের পাশে থাকা আমার অভ্যাসে পরিণত হয়েছে। বলতে পারেন এটা আমার নেশা। এলাকার জনগণ আমাকে নির্বাচন করতে উৎসাহ দিচ্ছেন। তাদের আশা পূরণের জন্য আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী। আশা করছি দল আমাকে মনোনয়ন দিবে। নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার হয়ে তাড়াশ পৌরবাসীর সেবা নিশ্চিত করতে চান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: