
মোঃ ইমরান হোসেন
বটিয়াঘাটা প্রতিনিধি :-
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলে নেতৃত্ব দেন আ,লীগের বটিয়াঘাটা উপজেলা সাধারণ সম্পাদক দিলীপ হালদার, বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয় । মিছিলে হুমকি দাতাকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে উধর্তন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ও আলীগের মহিলা বিষয়ক সম্পাদক চঞ্চলা মন্ড, রাবিন্দ্র নাথ সরকার ,পলাশ রায়,মীর মোহাম্মদ আলী, অনুপ গোলদার, খলিলুর রহমান,নারায়ণ সরকার, মিজানুর রহমান বাবু,মুক্তার হোসেন, গোবিন্দ রায়,চনেট মল্লিক, গোবিন্দ মল্লি, জি এম মিলন, অনুপম বিস্বাস, অহেদুর রহমান, বি এম মাসুদ,অনুপম বিস্বাস, হুমায়ুন কবির, মিজানুর রহমান মিজান, মোস্তাফিজুর রহমান, আমিনুল মুমিন রানা, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ এর সকল ইউনিয়ন এর অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতা কর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন।