
‹
একে মিলন সুনামগঞ্জ থেকে :
রাজশাহী জেলা বিএনপি’র আহব্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে রমিজ বিপনীস্থ আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা আলীগের সাধারন সম্পাদক নোমান বখত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে রিমান্ডে নিয়ে কে কে এ ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, রেজাউল করিম শামীম, অ্যাডভোকেট চাঁন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, শংকর চন্দ্র দাস, অমল কর, সীতেশ তালুকদার মজ্ঞু, সবুজ কান্তি দাস, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, জিতেন্দ্র তালুকদার পিন্টু, ঝন্টু তালুকদার, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সোয়েব চৌধুরী, আফজাল হোসেন সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।