
প্রকাশিত সংবাদের প্রতিবাদ আলমগীর বদ্দারের
গত ১৯ জুলাই দৈনিক কক্সবাজার বার্তাসহ অন্যান্য পত্রিকা, বিভিন্ন নিউজ পোর্টাল ও অন লাইন চ্যানেল টিটিএনে ” চৌফলদণ্ডী ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি র নেতৃত্বে ইয়াবা সিন্টিকেট “শিরোনাম সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদটির একাংশে উদ্দেশ্য প্রনোদিতভাবে আমাকে জড়ানো হয়েছে। আমি একজন কাঠ ব্যবসায়ী। সুনামের সহিত ব্যবসা বাণিজ্য করে আসছি। আমার সাথে অনেক ব্যবসায়ীদের লেন দেন আছে। পাওনা টাকার বিষয় নিয়ে অনেকর সাথে মনোমালিন্য ও পাওনা টাকার জন্য বিচার সালিশ দিলে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষরা আমাকে বিভিন্ন ধরনে হুমকি ধমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ৯ জুলাই ইয়াবা উদ্ধারের ঘটনার মামলায় এজাহারে আলমগীর নামের একজন আসামী রয়েছে। এবং উদ্ধার হওয়া ইয়াবার বস্তায় আলমগীর কক্স লিখা ছিল। এ সুযাগকে কাজে লাগিয়ে আমার প্রতিপক্ষরা সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদের একাংশে আমাকে ষড়যন্ত্র মুলক ভাবে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আমি সাংবাদিক ভাইদের বস্তুনিষ্ট এবং তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার বিনীত অনুরোধ জানাচ্ছি এবং প্রশাসনকে তদন্ত পর্বক প্রকৃত ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সংবাদে আমাকে জড়িয়ে অপরাধী বানানোর হীন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনসহ সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
আলমগীর বদ্দার
চৌফলদণ্ডী
কক্সবাজার।