
শেফাইল উদ্দিন
কক্সবাজারের পোকখালীতে দিন মুজুরের স্ত্রী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ও নিরাপত্তা হীনতায় রয়েছে ভুক্তভোগী পরিবার।
জানা যায়, পোকখালী ইউনিয়নের মধ্যম ইছাখালী এলাকার দিন মুজুর আমান উল্লাহর স্ত্রী মেরিনা আকতারের উপর পুর্ব শত্রুতার জের ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র গত ২৭ জুন অতর্কিত হামলা চালায় ।এ সময় মেরিনা আকতার গরুতর আহত হয়। তার মাথায় এবং মুখে আঘাত করে হামলাকারীরা। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হামলাকারীদের হুমকি ধমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান ভুক্তভোগী পরিবার।
আহত মেরিনা আকতারের স্বামী আমান উল্লাহ জানান,তাহের, শামসুল আলম, নুর আহমদের নেতৃত্বে ঘটনার দিন আমার স্ত্রীর উপর হামলা করে এ সময় আমার ছেলে মেয়েরা এগিয়ে আসলে তাদেরকে ও হামলা করা হয়।
এ ঘটনায় আমি ঈদগাও থানায় অভিযোগ করার পর এরা আমাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।