
মোঃ নাজমুল হুদা, লামাঃ
লামার পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের লম্বাছড়া (৮ নংওয়ার্ড) এর বাসিন্দা মোঃ লিয়াকত আলী একমাত্র ছেলে মোঃ আরিয়ান (২) বমু খালে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৩ টায় শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, শিশু আরিয়ানের বাবা লিয়াকত আলী, বমু খালের পাশে কাজে ব্যস্ত ছিল, এসময় তার ছোট শিশুটিও সেখানে যায়,সেক্ষেত্রে তিনি প্রথমে বাড়িতে পৌঁছে দেয়। পরবর্তী তার অগোচরে আবার সেখানে যায় শিশুটি, এপর্যায়ে খেলারচলে শিশুটি বমু খালের পাড়ে নিচে যায়।
ঐদিন বৃষ্টি হওয়ায় কারনে বমু খালে উপর থেকে পানি এসে খালও ভরে যায়। ইতিমধ্যে মাসহ অন্যারা খোঁজাখুজি করতে করতে খালের কিছুদূর নিচে শিশু মরদেহ দেখতে পান। ইতিমধ্যে শিশুটি মৃত্যু হয়।সেখান থেকে উদ্ধার করার খবর জড়িয়ে পড়লে ঐ গ্রামে শোকের ছায়া নেমে আছে।
এ শিশুটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে লম্বাছড়া জামে মসজিদ এর খতিব মাওলানা মুহাম্মদ হাসান বলেন,দুই বছরের ছেলে পানিতে ডুবে অকাল মৃত্যু, এলাকার সকলের শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি আরও জানান,
পাশাপাশি শিশুদের যত্নে আমাদের আরও বেশি সচেতন হতে হবে।