
বাঙ্গালি জাতির গৌরব ও সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু ২৫ জুন উদ্বোধন উপলক্ষ্যে সিরাজগঞ্জে ১০ দিনব্যাপী আনন্দ র্যালী প্রচারণার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম চত্বর থেকে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ভ্রাম্যমান সাংস্কৃতিক টিমের উন্নয়ন প্রচারণার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন, ওই জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম, অর্থ সম্পাদক আরেফিন হক আলভী, মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খান, আতাউর রহমান বরাত, রেজাউল করিম, জেলা মহিলা আ’লীগের নেত্রী কল্পনা ইসলাম প্রমূখ। উদ্বোধনের পর ভ্রাম্যমাণ সাংস্কৃতিক টিম পদ্মাসেতুসহ শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে রচিত গান প্রচার করে সিরাজগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলা শহর প্রদক্ষিণ করা হয়। উল্লেখ্য, এরআগে গত ১৬ জুন সংসদ ভবন চত্বর এলাকা থেকে ১০ দিনব্যাপী এ প্রচার অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।