
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চন্দ্রঘোনা-কদমতলী
ইউনিয়ন আওয়ামী লীগের র্যালি।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন আওয়ামীলীগ।
শনিবার (২৫ জুন) সকালে র্যালিটি চন্দ্রঘোনা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামলীলীগের সভাপতি মো. হারুন সওদাগর।
সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক ফোরকান সিকদার, মোজাম্মেল হক, গাজী মো. এনাম, লিয়াকত আলী, রিপন কান্তি গুহ, সুধীর ধর, মোঃ লোকমান, শেখ মোহাম্মদ রমিজ উদ্দিন, মোহাম্মদ আলী, মো. সাদিল, আব্বাস হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল কাইয়ুম, কামাল উদ্দিন প্রমুখ।