পদোন্নতি পাওয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নজুমিয়া হাট শাখার ম্যানেজারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন কর্মকর্তাবৃন্দ।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ নজুমিয়া হাট শাখার ম্যানেজার জনাব সাইফুল ইসলাম পদোন্নতি পেয়ে এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান নজুমিয়া হাট শাখার কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন শাখার অপারেশন ম্যানেজার তফছিকুর রহমান সিকদার, মো সাইফুল আলম খান, মো ইয়াছির ফরহাদ, নাছির উদ্দিন সিদ্দিকী, মো ইয়াসিন, মো জামাল উদ্দিন, মো মেহেদী হাসান, তারিক হাসান সাব্বি, মো মাহফুজুর রহমান, হালিমা সুলতানা, রুমা ধর, সালমা নাসরীন, নিশাত ফারজানা, মো আবদুল কাইয়ুম, দেলোয়ার হোসাইন, তানভীর আহমেদ, মোহাই মিনুল শাহী, মো জায়েদ, আতিকুল ইসলাম, মো রাশেদুল ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করা জনাব সাইফুল ইসলাম ২০০৬ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

তিনি কানাডার Royal Roads University হতে ২০০৩ সালে Digital Technologies Management বিষয়ে MBA ডিগ্রী অর্জন করেন।

এছাড়া ও তিনি APTECH COMPUTER EDUCATION চট্রগ্রাম হতে ২০০১ সালে Certificate of Proficiency in Information System Management, ২০০২ সালে Course On Computer.

এবং তিনি ১৯৯৭ সালে The Computer School Chittagong হতে DATABASE MANAGEMENT USING CERTIFICATE , OFFICE AUTOMATION APPLICATION USIUSING.

2001 সালে CHATTOGRAM AOTS ALUMNI SOCIETY( CAAS) কর্তৃক Seminar on DIGITAL ECONOMY Certificate,

২০০৮ সালে ISLAMIC ECONOMICS RESEARCH BUREAU, DHAKA হতে Islamic Banking Certificate অর্জন করেন।

ব্যাংকে যোগদানের পূর্বে জনাব সাইফুল ইসলাম কর্নফুলী কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি, ও APTECH এ যোগ্যতার সাক্ষর রাখেন।

পদোন্নতি পাওয়ায় নজুমিয়া হাট শাখার কর্মকর্তাবৃন্দ শুভেচ্ছা জানানোর পাশাপাশি ওনার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!