মোঃ আল আমিন ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি:

এ উপলক্ষ্যে শনিবার সকালে সোনালী ব্যাংক মোড়ে এলজিসিআরআরপি প্রকল্পের ৩টি প্যাকেজে ৭টি সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ৮৩ হাজার ৩ শত ৭০/ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মেসার্স স্বচ্ছ এন্টারপ্রাইজ ও ঠিকাদার এনামুল হক লেবু রাস্তার কাজ বাস্তবায়ন করছে।
এ সময় মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, বর্তমান সরকার গ্রাম থেকে শহর পর্যন্ত সমান তালে উন্নয়ন করে চলেছে। এজন্য তিনি সকলকে সরকারের পাশে থাকার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক, নীলফামারী ৩,আসন মনোনয়ন প্রত্যাশী সুযোগ্য সুদক্ষ। আওয়ামী লীগ পরিবারের সন্তান জনাব মোঃ শহীদ হোসেন রুবেল, উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ মর্তুজা ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম আলেকজান্ডার, পৌরসভার প্যানেল মেয়র রঞ্জিত কুমার রায়, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর রবিউল ইসলাম, আজিজার রহমান, রফিকুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা সোহাগ, এনামুল হক লেবু ও মিজানুর রহমান মিজান সহ সকল কাউন্সিলরবৃন্দ।

রাস্তাগুলো হচ্ছে পৌরশহরের এ্যাসিল্যান্ড মসজিদ মোড় হতে চাউল বাজার মেইন সড়ক পর্যন্ত, সোনালী ব্যাংক হতে বাসষ্ট্যান্ড পর্যন্ত, ডিমলা সড়ক হতে বিএমআই কলেজ পর্যন্ত, ডিমলা সড়ক থেকে মসল্যা পট্রি হয় ডালিয়া সড়ক পর্যন্ত, ডোমার-ডিমলা সড়ক হতে বিএমআই হয়ে কেন্দ্রীয় কবরস্থান পর্যন্ত, সাব রেজিস্টার অফিস সংলগ্ন সালাম কাস্টমস এর বাড়ি হতে জলঢাকা সরকারী ডিগ্রী কলেজ হয়ে ডিমলা সড়ক পর্যন্ত ও ৭নং ওয়ার্ড শাহাবুদ্দিনের বাড়ি হতে মঙ্গলু মাস্টারের বাড়ি পর্যন্ত। জলঢাকা পৌরসভা এসব কাজ বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: