
নীলফামারী জেলার ডিমলা উপজেলা শিক্ষা অফিসার নুর মোহম্মদের প্রত্যক্ষ নির্দেশনায় ডিমলা উপজেলার সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক পরিবর্তন হয়েছে। সরিজমিনে গিয়ে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো অতীতের যেকোনো সময়ের তুলনায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান পরীক্ষার ফলাফन বিদ্যালয়ের সার্বিক সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে শ্রেষ্ঠ সময় পার করছে; এজন্য সর্বাধিক প্রশংসার দাবিদার প্রচারবিমুখ ডিমলা উপজেলা শিক্ষা অফিসার নুর মোহম্মদ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয় ফেরাতে মাসিক মিটিং, অভিভাবক সমাবেশ, প্রতিষ্ঠানের শিক্ষকদের পাঠদান কর্মসূচি সহ নানামুখী উদ্যেগ গ্রহণ করছে ডিমলা উপজেলা শিক্ষা অফিসার নুর মোহম্মদ।
সরজমিনে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকগণ ডিমলা উপজেলা শিক্ষা অফিসার নুর মোহম্মদের আন্তরিক মানসিকতার প্রশংসা করেন তারা। ছাতনাই কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছার আলী জানান, “ডিমলা উপজেলা শিক্ষা অফিসার হিসাবে নুর মোহম্মদ স্যার দায়িত্ব গ্রহণ করার পর সামগ্রিকভাবে পাল্টে গেছে ডিমলা উপজেলার প্রাথমিক শিক্ষার মান। ডিমলা উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুর মোহম্মদ স্যারের ঐকান্তিক প্রচেষ্টা ও দিকনির্দেশনার ফলে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয়েছে। বর্তমান সরকারের গৃহীত শিক্ষাখাতে আধুনিকায়ন এবং সৃজনশীল পদ্ধতির সাথে সঙ্গতি রেখে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে শ্রেষ্ঠ সময় পার করছে ডিমলা উপজেলার আওয়াতাধীন সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান”।
একইসঙ্গে একাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মনে করেন, ডিমলা উপজেলা শিক্ষা অফিসার নুর মোহম্মদ মহোদয় সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।