রুবেল ইসলাম (সবুজ): নীলফামারী সদর উপজেলার আওয়াতাধীন চাপড়া সরমজানি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এটিইও পাড়া বায়তুল মামুর জামে মসজিদ, রওজাতুল জান্নাত কবরস্থান ও ঈদগাঁহ মাঠের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন এটিইও দুই শতাধিক সবুজ গাছের চারা উপহার হিসাবে ঈদগাঁহ মাঠে রোপণ করেন। সূত্রে জানা যায়, অদ্য সকাল ১০ঘটিকার সময় প্রাক্তন এটিইও আলহাজ্ব মোসলেম উদ্দিন এটিইও পাড়ার মুসল্লীদের সাথে নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করেন।

এমন মহতী উদ্যোগের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রাক্তন এটিইও আলহাজ্ব মোসলেম উদ্দিন জানান, “বৃক্ষ আমাদের পরম বন্ধু। ঈদগাহ মাঠের মুসল্লীরা যেন প্রখর রোদের হাত থেকে রক্ষা পেয়ে বৃক্ষের ছায়াতলে ইবাদত পালন করতে পারেন; সেজন্যই আমার ক্ষুদ্র এই প্রয়াস”। একইসঙ্গে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সকলকে বৃক্ষরোপণ করার জন্য আহবান-ও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: