
র্যালি, আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে নীলফামারীতে দৈনিক ঢাকা পত্রিকার ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার সকালে দৈনিক ঢাকা পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ মানিক মন্ডলের উদ্যোগে রামগঞ্জ বাজার, নীলফামারী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নীলফামারী প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, দৈনিক বানিজ্য প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আবুল হোসেন শাহ আর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী সদর উপজেলা টুপামারী ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বর্নমালা শিশু বিদ্যা নিকেতনের অধ্যক্ষ মোঃশফিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী রামগঞ্জ বাজার, নীলফামারী।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি আরো বলেন, আমি সাংবাদিক পেশাটি খুব ভালবাসি এবং শ্রদ্ধা করি।
এই অনুষ্ঠানে কমলময়ী ছাত্র এবং ছোট ভাইয়েরা উপস্থিত ছিলেন, তাদের কে আগামী দিনের বিভিন্ন দিক নির্দশনা ও পরামর্শ দিয়ে থাকেন তিনি। সর্বশেষে সবার নিকট দোয়া চেয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।