
মোঃ আল আমিন ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি:
নিলফামারী জেলা জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩:০০ বেজে ছুটি, গোপন সূত্রে তথ্য পেয়ে ঘটনাস্থলে গেলে যে দেখা যায় ক্লাসরুমে তালা বদ্ধ অবস্থা। তারা নির্ধারিত সময়ের আগে ছুটি দিয়ে চলে যান নিজ নিজ বাসায়। এ বিষয়ে এলাকাবাসীরা জানান তারা প্রতিনিয়ত তিনটা পঁচিশ, সাড়ে তিনটা, তিনটায়, স্কুল ছুটি দিয়ে থাকেন। এবং স্কুলের শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম কিন্তু পাঁচ শিক্ষক তারা স্কুলকে তালাবদ্ধ রেখে চলে যায় তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা উত্তরে বলে, আমরা এখনই ছুটি দিলাম অর্থাৎ তারা তিনটা বেজে ছুটি দিছে সে কথা তারা নিজের মুখে স্বীকার করে। এবং কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অনিয়মের শেষ নেই,তারা বিভিন্ন সময় স্কুল শিক্ষার্থীদের সাথে ব্যবহার ভাল মতন করে না। স্কুলের হেড মাস্টার শামসুল হক, তিনটার আগে স্কুল ছুটি নিয়ে চলে যান। তার সাথে সাথেই
আর একজন শিক্ষক সেও ছুটি নিয়ে চলে যান, স্কুল কক্ষে যে পাওয়া যায় তালা মোরা অবস্থায় যখন বাজে তিনটা। সহকারি শিক্ষা অফিসারের সাথে একান্ত বার যোগাযোগ করার চেষ্টা করলে তারা ফোন রিসিভ করে বলে আমরা ব্যবস্থা নিতেছি, তো তারা কি ব্যবস্থা গ্রহণ করবেন। সেদিকে চেয়ে আছেন এলাকাবাসীসহ গণমাধ্যম কর্মীরা। স্কুলে পাঁচ জন শিক্ষক, হেডমাস্টার শামসুল হক, সহকারী আনিসুর হক, অজ্ঞাতো আরও তিনজন।