
নিজেস্ব প্রতিবেদক, ভূরুঙ্গামারী কুড়িগ্রামঃ কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা এলাকা হতে মোছাঃ মজিদা বেওয়া নামে এক মহিলা হারিয়ে গেছেন। তার বয়স- ৬৫ বছর, পিতার নাম- মৃত আব্দুল মজিদ, মাতা- মৃত আছিয়া বেগম মিতু। নিখোঁজের পরিবার জানান, গত ১৯ জুন ২০২৩ ইং আনুমানিক সকাল ৮.৩০ মিনিটে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের নিজ বাড়ী হতে বের হয়ে ফিরে আসেনি পরবর্তীতে সে বাসায় ফিরে না আসায় তার আত্মীয় স্বজন সাম্ভব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে। তাকে খুঁজে না পাওয়ায় তার ভাই শহিদুল ইসলাম ভূরুঙ্গামারী থানায় এ সংক্রান্ত একটি জিডি করেছেন। জিডি নং- ৬৯৭, তারিখ- ১৪-০৭-২০২৩ ইং । কোন সহৃদয়বান ব্যক্তি ছবির মহিলাটির সন্ধান জেনে থাকলে মোঃ শহিদুল ইসলাম (নিখোঁজের ভাই) মোবাঃ ০১৭২৫৬৮৭৩৯২ ও মোছাঃ মাজেদা বেগম (নিখোঁজের ভাবী) ০১৭৮৫৪৭৪৬৮৮ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।