মো: সিপন রানা নাগরপুর প্রতিনিধি
নাগরপুরের দপ্তিয়র ইউনিয়ন এর, রেহাই ভুগোলহাট এর বাসিন্দা, মৃত দবু মন্ডল এর ছেলে( ৪৫) রফিক মন্ডল ডেঙ্গজ্বরে গত কাল সন্ধ্যায় মৃত্যু বরণ করেন। মৃত ব্যাক্তির পরিবারের সাথে কথা বলে জানা যাই। গত দশ দিন আগে দৌলতপুর স্বাস্থ কমপ্লেক্স ডেঙ্গু পরিক্ষা করে। পরে শারীরীক অবস্তা অবনতি হলে, তাকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ নেওয়ার পথে তরাব্রিজ সংলগ্ন আসলে তিনি মৃত্যু বরণ করেন।
বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোয় ডেঙ্গু পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে।
তথ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য বিবরণীতে বলা হয়, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে, পরিবেশ পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি কিছু লক্ষণ দেখা দিলে ডেঙ্গু সন্দেহে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডেঙ্গু হওয়ার ৩ থেকে ৭ দিন পর হতে পারে; শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে যাওয়া, তীব্র পেট ব্যথা; ক্রমাগত বমি করা, বমির সঙ্গে রক্ত যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া; শরীরে অবসাদ বোধ করা, অস্থিরতাবোধ করা।ব্যাক্তিগত সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে; মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে, এমন পোশাক পরিধান করতে হবে।
পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে; পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: