মো: সিপন রানা নাগরপুর প্রতিনিধি
গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত, সেতু/কালভাট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায়, টাঙ্গাইল জেলার, নাগরপুর উপজেলাধীন, দপ্তিয়র ইউনিয়নের জালাই মন্ডলবাড়ী হতে গোটবাগ রাস্তার জামান সরকারের বাড়ীর নিকট খালের উপর ১২ মিটার দৈর্ঘ্যের সেতুর উদ্বোধন করেন, টাঙ্গাইল ৬ আসনের সাংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এম পি।সেতুটির আইডি নং-৬৬৬১খালের উপর ১২ মিটার
সেতু টির চুক্তিমূল্য ধরা হয়েছে ৬৬,১৫,৪৮৭ টাকা এবং ঠিকাদারী প্রতিষ্ঠানমেসার্স এস. এম. এম এন্টারপ্রাইজ, গোপালপুর,।পরে একই ইউনিয়নের, সারুটিয়াগাজী আশ্রয়কেন্দ্রের পাশে ১৫ মিটার দৈর্ঘ্যের সেতুর উদ্বোধন করেন। সেটির চুক্তিমূল্য ধরা হয়েছে ৬৭,৮৮,২৬৫ টাকা ঠিকাদারী প্রতিষ্ঠান ছিলেন মেসার্স বুলবুল এন্টারপ্রাইজ।
টাঙ্গাইল। বাস্তবায়নকারী সংস্থা: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।সেতু শুভ উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ,ও ছাত্রলীগের নেতা কর্মিরা। পরে এলাকা বাসী জনান, জালাই এই সেতু টি হওয়াতে আসে পাশের ৫ টি গ্রামের মানুষ অবাধে দৌলতপুর, গোটাবাগ,আমতলী যাতায়াতকরতে পারবে।এবং একই সেতুটির রাস্তাটি কাচা আছে, মন্ডলপাড়া থেকে গোটাবাগ পর্যন্ত সেটি সংস্কারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: