মো: সিপন রানা (নাগরপুর প্রতিনিধি) টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে একটি নতুন মসজিদ নির্মাণ পরবর্তী কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন নাগরপুর সুপার সপ স্বত্বাধিকারী ও সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ আদায়ের মাধ্যমে ৩ নং ওয়ার্ড বিষমপুর বটতলা বাজার সংলগ্ন স্থানে চর বিষমপুর জামে মসজিদ নামে একটি নতুন নির্মিত মসজিদ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া’র নাতি ইউসুফ হোসেন লেনিন বলেন, চর-বিষমপুর এবং বিষমপুর দুটি এলাকা আমি সবসময় একটি গ্রাম হিসেবে মনে করি। আগের ন্যায় এখনো চাঁন চেয়ারম্যানের হাতে গড়া ঐতিহ্যবাহী বিষমপুর গ্রাম ঐক্যবদ্ধ আছে। এখানে বটতলা বাজারের পাশেই নতুন মসজিদ আজ উদ্বোধন করা হয়েছে। এই মসজিদ উন্নয়নের সার্বিক সহযোগিতায় আমি সর্বদা পাশে আছি এবং থাকবো।

ধুবড়িয়া ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মো. আবু বক্কর সিদ্দিক জানায়, চাঁন চেয়ারম্যান পরিবার এলাকার উন্নয়নে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় আজ ভাতিজা ইউসুফ হোসেন লেনিন এর হাতে এই মসজিদ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মসজিদ উন্নয়নের সকল প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করবে। আমরা আশাবাদী এই মসজিদের ন্যায় পুরো ধুবড়িয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন বাস্তবায়ন তার হাতেই সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: