
মিতালী রানী দাস
বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে ওমর ফারুক(১৬) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের পাশের সিমের খাল নামক স্থানে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র ওমর ফারুক হলেন, ওই ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে এবং সে জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এছাড়া আহতরা হলেন, একই গ্রামের কৃষক কালাচাঁন মিয়া (৬৫), কৃষক আবুল কাশেম(৫০) ও শাহিন মিয়া(১৩)। তাদেরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে।
উপজেলার জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে প্রতিদিনের বাংলাদেশকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বাদে হরিপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে স্কুলছাত্র ওমর ফারুকসহ একই গ্রামের ৮-৯ জন কৃষক একটি নৌকা বোঝাই করে ধান বিক্রি করার জন্য মধ্যনগর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পরে তাদের নৌকাটি সকাল আটটার দিকে বড়ই নদীর সংযোগ রক্ষাকারী সিমের খাল নামক স্থানে যাওয়া মাত্রই ঝড়-বৃষ্টির কবলে পড়ে। এসময় আকস্মিক বজ্রপাতে স্কুলছাত্র ওমর ফারুক, কৃষক কালাচাঁন মিয়া, কৃষক আবুল কাশেম ও শাহিন মিয়া নৌকা থেকে খালের পানিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ৩ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হলেও স্কুলছাত্র ওমর ফারুক পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনাস্থলে খনা জাল ফেলে প্রায় ২ ঘন্টা ব্যাপী সময় খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় ওমর ফারুকে উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মিজানুর রহমান জানান, এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বজ্রপাতে একজন মরা গেছে। অন্যান্যরা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে তিনি জানান।