
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
হত্যার হুমকি পেয়ে দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কানন আলম। ফোনের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোনে হত্যার হুমকিতে বৃহস্পতিবার তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আব্দুল হান্নান গংরা তাকে হত্যার হুমকি দিয়েছেন, এ অভিযোগ এনে দোয়ারাবাজার থানায় জিডি (নং- ১৪৯৮) করেন কানন আলম।
দোয়ারাবাজার থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) আইনজীবী কানন আলম অভিযোগ করেন, আব্দুল হান্নান পরিচয়ে ফোন দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন পা কেটে আলাদা করার হুমকি প্রদান করে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ২.৩৪
মিনিটে সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজার আজমপুর গ্রামের বাড়ি ফেরার পথে এই হুমকি দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো জানান, ‘একপর্যায়ে আমাকে ও আমার বাবাকে প্রকাশ্যে হাত-পা কেটে পঙ্গু করে ফেলবেন এবং লাশ গুম করে ফেলবেন মর্মে হুমকি দেন।’
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর জিডির বিষয়টি নিশ্চিত করেন।