
দৈনিক শ্যামল বাংলা পত্রিকার তাড়াশে আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু হলো আজ।
সিরাজগঞ্জ তাড়াশে স্থানীয় দৈনিক শ্যামল বাংলার পত্রিকার আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু হলো আজ। সম্পাদক ফিরোজ ভুইয়া ও নির্বাহী সম্পাদক দিলীপ গৌর এর সম্পাদনায় সিরাজগঞ্জ থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম এই স্লোগানে সদ্য প্রকাশিত পত্রিকা দৈনিক শ্যামল বাংলার তাড়াশ উপজেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলামের আয়োজনে।
তাড়াশ উপজেলা প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা,দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গোলাম রাব্বানী সুর্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য নির্বাচিত জেলা পরিষদের সদস্য মোঃ শরিফুল ইসলাম তাজফুল।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,ভি এস এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ,দপ্তর সম্পাদক সনজু কাদের,তাড়াশ পৌর প্রেসক্লাবের সভাপিত শরিফ আহম্মেদ,সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ,সাংবাদিক শফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দৈনিক শ্যামল বাংলার উত্তোরত্তর উন্নতি কামনা করেন।
সেই সাথে পত্রিকাটি বস্তনিষ্ঠ সংবাদ প্রচার করবে বলে আশাব্যক্ত করেন সবাই।