মো: সিপন রানা নাগরপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে চলছে বিদ্যুতের লাগামহীন লোডশেডিং।দুইটি সাব স্টেশন করেও মিলছে না কাঙ্খিত বিদ্যুৎ।কিন্তু পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার নেই তেমন বিদ্যুৎ এর লোডশেডিং। নাগরপুরে দিনে যেমন তেমন রাতে যেনো লুকোচুরি খেলে নাগরপুরের বিদ্যুৎ। এতে দূর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতাভুক্ত হওয়ার পরও পিছু ছাড়ছে না লোডশেডিং নামক ব্যাধী। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রমসহ সকল ডিজিটাল সুবিধা। টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতি নাগরপুর জোনাল অফিস সূত্রে জানা যায়, বিগত ২০১৮ সালে এ উপজেলাকে সরকার শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনে। জোনাল অফিসের আওতায় বিদ্যুতের চাহিদা রয়েছে ২২ মেগাওয়াট। চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত থাকলেও এর সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। এছাড়া সন্ধ্যার পর থেকে টানা ১০থেকে ১৫ বার লোডশেডিংয়ের কবলে পড়ে সারা উপজেলা। এতে করে চরম বিপাকে পড়েন বিদ্যুত গ্রাহকরা। একদিকে প্রচন্ড গরম আবহাওয়া, রাতের বেলাই সন্ধ্যার পর থেকে টাইম মেইনটেইন করে চলছে বিদ্যুৎ এর লোডশেডিং গত ২৯ আগস্ট এক ভুক্তভোগী নাসির উদ্দিন এর সাথে কথা বলে জানা যাই দপ্তিয়র ইউনিয়ন এ প্রতি দিন সন্ধ্যার পর এক বার যাই ২ থেকে ৩ ঘন্টা পর আবার আসে আবার রাত ১১ টা বাজে যাই ২ ঘন্ট পর আবার আসে। সব থেকে বড় কথা হচ্ছে সারাদিন পরিশ্রম করে মানুষ যখন রাতে ঘুমিয়ে যাই ঠিক সেই সময় নাগরপুর বিদ্যুৎ অফিস ঘোপ বুঝে কোপ মারে। রাত ১ টা বা ২টার দিকে মানুষ ঘুমিয়ে পড়ে ঠিক সেই সময় লোডশেডিং দেই যাতে মানুষ বুঝতে না পারে অপরদিকে বিদ্যুত বিভ্রাট এ যেন গোদের উপর বিষফোঁড়া। নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ সেবা না পেয়ে গ্রাহকরা হতাশ হয়ে পড়েছেন।বিশেষ করে যারা বৈদ্যুতিক চুলায় রান্না করেন তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুত সংকট নিরসনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল। এছাড়া রক্ষনাবেক্ষন কাজের অজুহাতে সপ্তাহের দুইদিন সারাদিনব্যাপী বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হয়। এ বিষয়ে টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতি নাগরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এর সাথে কথা বলতে গেলে তিনি বলেন নাগরপুরে কোন লোডশেডিং নাই উল্লেখ করে বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও রক্ষনাবেক্ষন কাজের জন্য বিদ্যুত বিভ্রাট ঘটে। তবে দ্রুত সময়ের মধ্যে এ সংকটের উত্তোরণ ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: