
উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ কবিরাজ, দিনাজপুরের বীরগঞ্জের গড়পাড়ার কবিরাজ মোঃ মকছেদুল (মকছেদ) এর ব্যাপক সুনাম পুরো জেলায় ছড়িয়ে পড়েছে। এমনকি দিনাজপুর ছাড়াও বিভিন্ন জেলা থেকে লোক আসেন তার কাছে সুচিকিৎসা নিতে। সরেজমিনে গিয়ে একাধিক এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, ” কবিরাজ মকছেদুল (মকছেদ) অত্যন্ত সজ্জন ব্যাক্তি। তার কাছে এসে মানুষ সবসময়ই সঠিক পরামর্শ পেয়ে থাকেন। কবিরাজের সুনাম ও সুখ্যাতির প্রশংসা করেন আগত রোগী ও এলাকাবাসী গণ।
কবিরাজের যোগাযোগ নাম্বার- ০১৭৩৪-০৫৯৬৭৯