
শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মাধবলক্ষীকোল গ্রামে বসত অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
ইউসুফ বেপারীর স্ত্রী শাহানা বেগম অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে ঘরে ঘুমিয়ে ছিল মোতালেব বেপারীর স্ত্রী নাজমা বেগম ও তার ৫ মাস বয়সী মেয়ে। হঠাৎ করেই ঘরে আগুন দেখতে পান। উঠে দেখেন পাশের বাড়ীর গেদন মন্ডলের ছেলে ইকরাম আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। আগুনে ছাগল ও অন্যান্য মালামাল ভস্মিভুত হয়। খবর পেয়ে রাজবাড়ী সদর থানার এস,আই বোরহান উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইকরাম পলাতক রয়েছে। তবে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ইকরাম একজন নেশাখোর। তার সাথে সবার বিরোধ সৃষ্টি হয়।