
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জের সাহেবগঞ্জ দাদপুর জি.আর ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে কলেজে নানা কর্মসুচির মাধ্যমে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। কর্মসুচির মধ্যে ছিল, কেক কর্তন, আলোচনা সভা, বৃক্ষরোপন ও র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দাদপুর জি.আর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন, প্রভাষক কাউসার হোসেন, যুগেল চন্দ্র ঘোষ, বেলাল হোসেন, রেজাউল করিম রেজা, আবু হাসান, আমিনুল ইসলাম,নজরুল ইসলাম, আব্দুল মান্নান, সঞ্জিদা খাতুন, আয়েশা সিদ্দিকা, ভারতী দেবী সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। মৃত্যুকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন