বি. এম. আশিক হাসান, জ্যেষ্ঠ প্রতিবেদক
তিন সন্তান রেখে রানা নামে অন্য এক পুরুষের সঙ্গে গৃহবধূ হালিমা আক্তার বীথি নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালাতক, তার প্রবাসী স্বামী এর প্রতিবাদে করেছেন সাংবাদিক সম্মেলন। এ ঘটনাটি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন পিরোজপুর গ্রামের প্রবাসী মোস্তফার স্ত্রী বীথি আক্তার তার স্বামীর নগদ টাকা ও স্বর্নাংকার নিয়ে পরকীয়া প্রেমিক রানাকে নিয়ে পালিয়েযান সাথে ৩০ লাখ টাকাও নিয়ে যাওয়ার অভিযোগে তার স্বামী মোস্তফা ও তার পরিবারের সদস্যরা করেছেন সাংবাদিক সম্মেলন।

রবিবার দুপুরে মোস্তফা তার নিজ গ্রামের বাড়ির বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন
এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন জামালপুর জেলার দিঘুলি সাপড়ার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা পিতা: মোঃ হাফিজুর রহমান এবং মাতা: নাছিমা বেগম এর কন্যা হালিমা আক্তার বীথির তার সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সংসার জিবনে আমাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
গত ১০/০৯/২০২৩ তারিখে তার ঘরের আলমারি থেকে স্বর্ণালঙ্গকার ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে রানা মিয়া নামের এক ব্যাক্তির সাথে পালিয়ে যায়। ফলে তিনি ও তার তিন সন্তান নিয়ে চরম বিপাকে পড়েছেন। উল্লেখ্য যে, তিনি বিদেশে থাকা অবস্থায় তার সহধর্মিনীর কাছে ক্রমান্বয়ে পাঠানো প্রায় ২৫ লক্ষ টাকা যা দিয়ে সে প্রথমে ১টি পিকাপ ও ১টি বাস কিনে উক্ত গাড়ি গুলো তার নামে ক্রয় করেছে বল্লেও প্রকৃতপক্ষে গাড়িগুলো তার সহধর্মিণী নিজের নামেই ক্রয় করে এবং সেসব বিক্রয় করে এবং বিক্রয় কৃত সকল টাকা আত্মসাৎ করে বীথি তার বাবার বাড়িতে জমিসহ বিভিন্ন খাতে ব্যবহার করেছে। তার স্ত্রী বীথি পালিয়ে যাওয়ায় তিনি তার সারা জিবনের সঞ্চয় প্রায় ৩০ লক্ষ টাকা তার হাতে চলে যায়। বর্তমানে তিনি তার শিশু সন্তানদের নিয়ে চরম বিপদের সম্মূখীন এবং মানবতার জীবনযাপন করছেন । বিভিন্ন লোক মারফতে যোগাযোগ করেও তিনি কোনো প্রতিকার পেলেননা। আইনি সহায়তাও আশানুরুপ পাচ্ছি না। তাই আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ করে প্রশাসনিক সহয়তা কামনা করছি।
সংবাদ সম্মেলনে অন্যানদের মাঝে পালিয়ে যাওয়া বীথির মা ছিলেন তিনি বলেন, আমার মেয়ে পালিয়ে গেছে সত্যি আমি চাই তাকে এনে পুনরায় এ সংসারে দিতে। বীথির ছেলে ফয়সাল ও ফারুকসহ মেয়ে ফাতেমা কেঁদে বলে আমার মায়ের বিচার চাই। মোস্তফার গর্ভধারিনী মা, বীথির শাশুড়ী সাহারা খুবই আক্ষেপ করে বলেন তার ছেলের সারাজীবনের সঞ্চয়ের টাকা নিয়ে তার পুত্রবধূ বীথি শিশু বাচ্চাদের ফেলে পালিয়ে গেছে এমন ঘটনা যেন কারো কপালে যেন না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: