
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
বুধবার (৭ সেপ্টেম্বর) ক্রীড়া প্রতিযোগিতাটি পুরাতন বাঁশ বাজার খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. লায়লা জান্নাতুল ফেরদৌস, এ ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফকির জাকির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্কুল ৩৫টি, মাদ্রাসা ২০টি ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ১৩টি। প্রতিযোগিতার প্রথম দিনেই ৩২ দলের অংশ গ্রহণে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।