সাব্বির মির্জা স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে সি. আই.ডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে এক যুবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে তাড়াশ পৌর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মনিরুল ইসলাম মনি  (৩২)। সে গুরদাসপুর  উপজেলার  আনন্দনগর গ্রামের মোঃ সাইদুর ইসলামের ছেলে।

তাড়াশ থানার সহকারি উপ-পরিদর্শক মোঃ সেরাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে  তাড়াশ পৌর এলাকায় জনৈক এক মোদিখানার দোকান দারের  সঙ্গে সি.আই.ডি পুলিশ পরিচয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে মনিরুল ইসলাসম নামে ওই যুবক। বাকবিতণ্ডার এক পর্যায়ে নিজেকে সি আই ডি পুলিশ হিসেবে জাহির করতে থাকে। এসময় ওই লোকে সন্দেহ হলে স্থানীয়রদের সহাতায় তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তাড়াশ পৌর বাজার  কমিটির সেক্রেটারি আনোয়ার হোসেন খাঁন বলেন, মনিরুল ইসলাম মনি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে বেড়ায়। ইতিপূর্বে সে জেলার বাইরে  বেশ কয়েকবার জনতার হাতে গনধোলাইসহ জেল হাজত খেটেছে। বর্তমানে মনিরুল ইসলাম মনিরের নামে চার টি মামলা রয়েছে বলেও জানান তারা।

তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মনিরুল  ইসলাম মনিরের নামে এক ভূয়া সি.আই.ডি পুলিশকে আটক করা হয়েছে। তার কাছ থেকে  একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার  বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!