
সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের করা হয়েছে। রোববার উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অফিস চত্তরে ইউএনও মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে ১ হাজার ৩শ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, ইউপি চেয়ারম্যান মোঃ ময়নুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা প্রমূখ।