
সাব্বির মির্জা স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামে স্বপ্ন ছোঁয়া যুব সংগঠন ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ১৩ অক্টোবর) ফারুক আহমেদ সভাপতিত্ব সন্ধ্যায় সময় পলাশী গ্রামে স্বপ্ন ছোঁয়া যুব সংগঠন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা আব্দুল আজিজ ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, বাঁরুহাস ইউনিয়নের চেয়ারম্যান মঈনুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু হানিফ প্রমুখ।