
সিরাজগঞ্জের তাড়াশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় জাতীয় মহিলা সংস্থা সিরাজগঞ্জের উদ্যোগে ২শ ৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতার টাকা বিতরন করা হয়েছে।
রোববার অফিস কার্যালয়ে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রীমা।
এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষন কর্মকর্তা নিঝুম দাস ইমু, ফ্যাশন ডিজাইন ট্রেড প্রশিক্ষক নাহার নিগার, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ট্রেড প্রশিক্ষক জাহাঙ্গির আলম, বিউটিফিকেশন ট্রেডের প্রশিক্ষক কাজল রেখা সাথী, বিজনেজ ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের প্রশিক্ষক রিমঝিম সরকার সৃষ্টি, ক্যাটারিং ট্রেডের প্রশিক্ষক রোকেয়া খাতুন।