
সিরাজগঞ্জের তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হযে়েছে।
গত রবিবার বিকেলে তাড়াশ বাশ বাজার খেলার মাঠে অনূর্ধ্ব ১৯ জাতীয় গোল্ডকাপের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহুল করিম, সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ, মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো,তাড়াশ থানা ওসি তদন্ত নুরে আলম প্রমুখ। উদ্ধোধনী খেলায় প্রথম দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়। তাড়াশ সদর ইউনিয়ন ২ -০ গোলে মাধাইনগর ইউনিয়নকে পরাজিত করে এবং বারুহাস ইউনিয়ন ৪-১ গোলে নওগা ইউনিয়নকে পরাজিত করে। ফুটবল ম্যাচ পরিচালনা করেন গোলাম কিবরিয়া উজ্জ্বল।